বাঙালিয়ানা

বাঙালিয়ানা
ফেরদৌস
............................................................
উৎসবে মুখরিত সাংস্কৃতিক অঙ্গন
চলছে নানা আয়োজন।
করছে সবাই রবীন্দ্র জয়ন্তী পালন।
প্রচার করি বাঙালিয়ানা।
দেখাই এমন ভাবখানা।
বাংলা সংস্কৃতি করে আছি
হৃদয়ে ধারণ।
অপসংস্কৃতির প্রভাবে হবেনা
কখনো এর অবমাননা।
সত্যিকার অর্থে কতটুকু মানতে পেরেছি
আমরাই তা জানিনা?
হারিয়ে গেছে আদর্শ লিপি
দেখতে হবে আরো কত কি?
নতুন প্রজন্মকে দোষ
দিয়ে আর হবে কি?
আমরাই এখন আর তাদের
রবীন্দ্র -নজরুল কি তা শিখাই না।
বাংলা সাহিত্যে তাদের অবদান
কখনো জানতে দিই না।
এ নয় কি বাংলা সংস্কৃতির অবমাননা?
প্রশ্ন রইলো সংস্কৃতিবানদের কাছে
লাভ কি হবে দেখিয়ে একদিনের বাঙালিয়ানা?


>>>>>click here <<<<<

 click here this link >>>http://kolombuzz.blogspot.com/2018/05/blog-post_21.html

copy now >> http://kolombuzz.blogspot.com/2018/05/blog-post_21.html

মন্তব্যসমূহ