বাংলা নতুন কবিতা >> বেখেয়ালি বাঙালি। লেখক ফেরদৌস



বেখেয়ালি বাঙালি

লেখক>>     ফেরদৌস
............................................................
হায়রে মানবতা!
ঘরে ঘরে উড়ছে ভিনদেশী পতাকা।
তাইতো সংশয় জাগে মনে,
ভুলুন্ঠিত হচ্ছে কি আমার দেশের স্বাধীনতা?
দেশের একপ্রান্তের মানুষ যখন
ভাসছে বন্যার জলে।
অন্যপ্রান্তে আনন্দ আর উল্লাস চলছে
বিশ্বকাপের খেলা দেখবে বলে।
যে দেশের বেশীরভাগ মানুষ
দু'বেলা দু'মুঠো ভাত খেতে পায় না ঠিকমত।
বেখেয়ালি বাঙালি তবুও আমোদ প্রমোদে মত্ত।
মানবতাবাদী আমরা তাই নিয়ে করি
কত গর্ব আর অহংকার।
তাইতো শুনতে পাইনা বানভাসি মানুষের
করুণ আর্তনাদ আর হাহাকার।
চায়ের দোকানে বৃদ্ধা-যুবা আড্ডায় তোলে ঝড়।
কখন আসবে সে ক্ষন।
বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তারা
করবে শোরগোল আর চিৎকার।
ওদের কাছে নেইতো খবর।
কত মানুষ পয়সার অভাবে করছে অর্ধাহার কিংবা অনাহার।
হায়রে মানবতা!
বেখেয়ালি বাঙালি শুনতে পাচ্ছো কি তা?

মন্তব্যসমূহ