আমার কখন ও এরচেয়ে সুন্দর কবিতা পরেছি বলে তো মনে হয়না। অসাধারণ বাংলা ইসলামিক একটা কবিতা। লিখেছেন শুক্ষকোন আহম্মেদ।




নাম - রমজান দেওয়ার জন্য ধন্যবাদ হে প্রভু!

লেখক →শুক্ষকোন আহম্মেদ



রমজান আসছে বলে
ইফতার কিনে রেখেছে অনেক আগে
সংযম শেখার জন্য নিচ্ছি প্রস্তুতি
তোমাকে পাওয়ার জন্য মানুষকে নামাজের আহবান করছি
খাওয়া-দাওয়া কমিয়ে দিচ্ছি
তোমাকে পাওয়ার জন্য প্রভু হে
রাতে খোলা দোকান,দিনে বন্ধ
তোমাকে পাওয়ার জন্য একমাত্র
রমজান মাসই তোমাকে পাওয়ার সূত্র
আমি ধন্য
এই রমজান পেয়ে
আমি নগণ্য
আমি ইবাদত করার সুযোগ পেয়েছি বলে
দিয়েছো সুযোগ তোমার দিদার নসিব করার
আর দিয়েছো ইসলামকে মুজবুত ভাবে ধরার
এই মাসে নেবো শিক্ষা
 আর করব দোয়া,
"হে প্রভু,মাফ করে দেওয়া। গুনাহ করবোনা আর কভু।"
তোমাকে ধন্যবাদ রমজান দেওয়ার, হে প্রভু!

মন্তব্যসমূহ